নুরুল আলম: ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত ৭দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে “জাতীয় মৎস্য সপ্তাহ’ উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ৩১ জুলাই ২০২৪ মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, পল্লি উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ম্রাসাথোয়াই মগসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি।
Leave a Reply