নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
মঙ্গলবার (৩০ জুলাই ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, পল্লি উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ম্রাসাথোয়াই মগসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি।
এসময় অতিথিরা বলেন, সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিছু দুষ্টচক্র মহল হামলা, ভাংচুর, লুটতরাজসহ সাধারণ ছাত্রদের উষ্কানি মূলক বক্তব্য দিয়ে দেশের ক্ষতি করছে। তবে এর প্রভাব পড়েনি গুইমারা উপজেলা। গুইমারায় যাতে কোনো অপৃত্তিকর ঘটনা না ঘটে সেই বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকার আহ্বান জানান।
Leave a Reply