নুরুল আলম:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ আগস্ট) সকালের দিকে উপজেলার বেলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ স্থানীয় জালাল উদ্দিনের ছেলে।
জানা যায়, সকাল ৯টার দিকে বেলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড অযোদ্ধাপাড়া মসজিদ ডেবা নামক স্থানে বন্ধুদের সাথে লেকে গোসল করতে গেলে আব্দুল্লাহ নামের শিশুটি পানিতে ডুবে যায়। খবর পেয়ে পারিবারের লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply