নুরুল আলম:: পুলিশের সব দাবি মেনে নেওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবারো পুরোদমে কর্মে ফিরেছে পুলিশ সদস্যরা।
এরই ধারাবাহিকতায় রাঙামাটিতে সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সড়কে ট্রাফিক পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।
এদিকে সকালে পুলিশ সুপার মীর আবু তৌহিদ শহরের বনরূপা এলাকায় এসে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন।
এসপি এসময় গণমাধ্যম কর্মীদের জানান, পরিবর্তনের পরিস্থিতিতে পুলিশ নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করেছে। জনগণের যে সম্মতি তার ভিত্তিতে পুলিশ কার্যক্রম পরিচালনা করবে। আশা করছি পুলিশ নতুন উদাহরণ সৃষ্টি করবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, শাহনেওয়াজ রাজু, সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply