নুরুল আলম:: শেখ হাসিনার ফাঁসিসহ নিহত শিক্ষার্থীদের খুনীদের বিচারের দাবীতে মিছিল-সমাবেশ করেছে খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪) সকাল সাড়ে ৭টার দিকে চেঙ্গী এস্কয়ার থেকে মিছিলটি খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বর,ভাঙ্গাব্রীজ হয়ে প্রধান সড়ক ঘুরে শহরের প্রাণ কেন্দ্র মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
এতে সমন্বয় মো. রফিক,মো. মাসুদ, মো. পারভেজ, মো. আল আমিন, মো.মাহবুব আলম,মো: জাহিদসহ শিক্ষার্থীরা অংশ নেন।
মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা,নির্যাতনসহ আন্দোলনের বিভিন্ন দিকে তুলে ধরে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবীতে স্লোগান দিতে থাকে।
পরে আন্দোলনকারীরা ট্রাফিক বিভাগের পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফিরাতে কাজ করতে দেখা যায়।
এর আগের শিক্ষার্থীরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রাত জেগে পাহারা দেয় বলে জানান খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া সমন্বয়করা।
Leave a Reply