নুরুল আলম:: “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (জঊজগচ-৩)” শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ শাহজাহান।
বুধবার (২১ আগস্ট ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী রুহুল কুদ্দুস নাইম, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ এলজিইডি অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ১জন বাঙালি ও ২৮জন উপজাতী নারী কর্মীদের মাঝে ৪ বছরের সঞ্চিত ১ লক্ষ ২০ হাজার করে সর্বমোট প্রায় ৩৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী উক্ত সঞ্চিত টাকা লাভ জনক খাতে ব্যয় করার জন্য ২৯জন নারী কর্মীদের পরামর্শ প্রদান করেন।
Leave a Reply