নুরুল আলম: খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষে জেলার বলিপাড়া, চৌধুরী ও পচাই পাড়ায় তিন শতাধিক পরিবারের মাঝে চাউলসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, উপজাতীয় বিষয়ক সম্পাদক অটল চাকমা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা ও ত্রাণ বিষয়ক সম্পাদক আওয়াং মারমা সহ অন্যান নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, বন্যা শুরু হওয়ার পর থেকে জেলায় প্রায় ২৫ হাজার মানুষের মাঝে ওয়াদুদ ভূইয়ার পক্ষ ত্রাণ পৌছে দেওয়া হয়েছে।
Leave a Reply