নিজেস্ব প্রতিনিধি :: অসংখ্য দুর্নীতি-অনিয়ম করেও বহাল তবিয়তে তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে আওয়ামীলীগ শাসন আমলে জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ ভাবে জোরপূর্বক দখল, মিথ্যা মামলা, দেশের অর্থ লোপাটকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগিরা।
মানিকছড়ির এক ভুক্তভোগি বলেন, অবৈধ সরকারের প্রভাবখাটিয়ে ২৫ থেকে ৩০ আওয়ামী সন্ত্রাসী দল ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর নিদের্শনায় আমাদের জায়গা র্দীঘদিন যাবৎ জবর দখল করার চেষ্টা করছিলো। দখল করতে আসলে বার বার বাঁধা দিলে অমার পরিবারের উপর ধারালো অস্ত্র্র ও লাঠিসোটা নিয়ে নৃসংশ হামলা করে। এতে অনেকেই গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করছে। এসব সন্ত্রাসীদের ক্ষমতার দাপটে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছিল। এসব সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ভুক্তভোগি পরিবার।
স্থানীয়রা আরো জানায়, ১৯৬২-৬৩ সালে প্রায় শতাধিক পরিবার মানিকছড়ি উপজেলার তিনটহরি ইউনিয়ন পরিষদের অধিনে বড় ডলু ডিড়ি পাড়া নামক স্থানে পূর্ণবাসন করা হয়। তখন তাদের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছিল। সেই চলাচল রাস্তাও ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আওয়ামীলীগ সরকারের দাপটে বন্ধ করে দেয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন প্রজেক্ট-প্রকল্পের কাজ না করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। যা সুষ্ঠ তদন্ত করলে আসল রহস্য বেড়িয়ে আসবে।
সূত্রে জানা যায়, ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আওয়ামীলীগ সরকার আমলে নির্বাচনকালীন সময় তার প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীদের উপর বিভিন্ন হুমকি ধামকি ও হামলা করে চেয়ারম্যান পদে নির্বাচন করতে বাঁধা দেয়। এবং নিজে প্রতিদ্বন্ধিতা ছাড়াই চেয়ারম্যান নির্বাচন করেন। এছাড়াও তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করেন স্থানীয়রা।
Leave a Reply