নুরুল আলম:: ওর্য়াল্ড কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বর্ন্যারতদের মাঝে ত্রান বিতরণ করছেে খাগড়াছড়িতে।
শুক্রবার (৩০ আগস্ট ২০২৪) দুপুরে খাগড়াছড়রি গামাঢীঢালা সরকারি প্রাথমকি বদ্যিালয় মাঠে বর্ন্যাত ও পাহাড় ধ্বংসে ক্ষতগ্রিস্ত পাহাড়ি – বাঙ্গালী ১৪০ পরবিাররে মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
বানভাসি প্রতটিি পরবিারকে চাউল,চিনি,লবন,তেল,পেয়াজ,ডালসহ
৬টি পদরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে সমন্বয়ক করুণাময় চাকমার সমন্বয়নে,সমাজর্কমী মো. সলেমি হায়দার এর নতেৃত্বে এ সময় হাসবি হায়দার,ওয়ালউিল ইসলাম,জসিম উদ্দিন,নজরুল ইসলাম,স্কুল প্রধান শিক্ষক শিবলী শান্তি চাকমা,পরোছড়া উচ্চ বদ্যিালয়রে শিক্ষক লায়েস দেওয়ান, নৃপেন চাকমাসহ স্থানীয় গন্যমান্যরা এতে অংশ নেয়।
ত্রান বিতরণকারীরা জানান, র্দূযোগকালে মানবিক কাজের অংশ হিসেবে এই ত্রান বিতরণ করা হচ্ছে। র্পাবত্যাঞ্চলের মানুষের যে কোন র্দূযোগে পাশে দাঁড়ানোর লক্ষ নিয়ে ওর্য়াল্ড কেয়ার ফাউন্ডেশন কাজ করতে চায় বলে জানান তারা।
Leave a Reply