নুরুল আলম: খাগড়াছড়ি ঝেলার গুইমারা উপজেলায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সভাপতি চাইহলাপ্রু মারমা।
শনিবার (৩১ আগস্ট ২০২৪) বিকালে গুইমারা মডেল হাই স্কুলের অডিটরিয়াম ভবনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধাব অতিথি ছিলেন, বাংলাদেশ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রুমেল মারমা। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গুইমারা উপজেলা সভাপতি মোঃ ইউচুপ। এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমা, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সভাপতি হ্লাউচিং মারমা, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি উক্রাচিং মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চিংহ্লা চৌধুরী, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সভাপতি অংসা মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসময় দেশের বর্তমান পরিস্থিতি ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের বিভিন্ন তাৎপর্য ও কর্মকান্ড সম্পর্কে বিশেষ বিশেষ তথ্য উপস্থাপন করেন অতিথিরা ব্যক্তব্য প্রদান করেন।
Leave a Reply