নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিখন কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিখন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গুইমারা সরকারি কলেজ এর অধ্যক্ষ নাজিম উদ্দিন, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমাসহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
প্রাথমিকভাবে ভাষা শিখন কেন্দ্রে ৩০ জন ত্রিপুরা ও ৩০ জন মারমা ছাত্র-ছাত্রী যথাক্রমে ত্রিপুরা (ককবরক) ও মারমা ভাষা সম্পর্কে দক্ষতা (শুদ্ধভাবে লেখা ও পড়া) অর্জন করবে বলে জানায় উপজেলা প্রশাসন, গুইমারা।
ভাষা শিখন কেন্দ্র নিয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য (পৃথিবীর কোন ভাষাই হারিয়ে যাবে না) বাস্তবায়নে উপজেলা প্রশাসন, গুইমারার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মতন এই কার্যক্রম শুরু হয়েছে। মূলত সকল মাতৃভাষাকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা। এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও চলমান রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply