শিরোনাম
খাগড়াছড়িতে শিক্ষক হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর শিক্ষার্থীদের স্মারকলিপি মাটিরাঙ্গায় গভীর রাতে বসত বাড়িতে আগুন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা সংরক্ষণে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ গুইমারাতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিরতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ খাগড়াছড়িতে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রতিবাদে পাহাড়ি-বাঙালি সংঘাত: ১৪৪ ধারা জারি সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান খাগড়াছড়ি গুইমারা বাজার পরিচালনা কমিটি গঠন “৯৯” এস.এস.সি- ব্যাচ মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ‘পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করছে’ গুইমারায় সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের বিভিন্ন অনুদান প্রদান

Reporter Name

নুরুল আলম:: পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন।

জোনের আওতাধীন দুস্থ ও অসহায় (১) সুনীল ত্রিপুরা, পিতা-মৃত প্রেমানন্দ ত্রিপুরা, গ্রাম-পোড়াবাড়ী, ডাকঘর-তাইন্দং, (২) মনোয়ারা বেগম, স্বামী-মৃত নজীর আহাম্মদ, গ্রাম-মুসলিমপাড়া, ডাকঘর-তবলছড়ি, (৩) হালিমা খাতুন, স্বামী-মৃত আইয়ূব আলী, গ্রাম-করিম মাস্টারপাড়া, ডাকঘর-তবলছড়ি, (৪) চাই থৈয়াই মারমা, গ্রাম-মুসলিমপাড়া, ডাকঘর-তবলছড়ি, (৫) মোঃ হাবিল, পিতা-জাফর আহাম্মদ, গ্রাম-বেলাল পোষ্ট, ডাকঘর-বড়নাল, (৬) কাগদ্রুতি ত্রিপুরা, পিতা-পছন্দ কুমার ত্রিপুরা, গ্রাম-গাংগারা টিলা, ডাকঘর-তবলছড়ি সকলের উপজেলা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে।

তাদের আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ১২ বান ঢেউটিন অনুদান দেয়া হয়। ডাকবাংলা ফুলকুঁড়ি বিদ্যানিকেতন এবং তবলছড়ি ইসলামিয়া (ফাযিল) মাদ্রাসার অবকাঠামো নষ্ট হয়ে যাওয়ায় ০২ বান করে মোট ০৪ বান ঢেউটিন অনুদান প্রদান করা হয়। ০২ জন বন্যায় ক্ষতিগ্রস্থ ও ০৬ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসা এবং ০৬ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে মোট ৩৮,৫০০/- টাকা নগদ প্রদান করেন।

এছাড়াও সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হওয়ায় এবং মইদাছড়া পাড়া বিলিভার্স চার্চ ও মরাটিলা শিব মন্দির সংস্কার বাবদ মোট ৩০,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়। তবলছড়ি গ্রীন হিল কলেজের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে ০৫ সেট পাঠ্য পুস্তক এবং যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৪০,০০০/- টাকা অনুদান দেয়া হয়। প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাল এবং ৫০ কেজি চিনি বিতরণ করেন।

এছাড়াও ব্যাটালিয়ন সদর হতে স্থানীয় ৫০ জন এবং অধীনস্থ ০৫টি বিওপি হতে ১১০ জনকে বস্ত্র সহায়তা প্রদান করা হয়। মোট ২,০৭,১০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ২৫৯১ জন (পাহাড়ি-১৪৮৭ জন এবং বাঙালি-১১০৪ জন)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost
error: Content is protected !!