নুরুল আলম:: গুইমারায় জেলা পরিষদের অর্থায়নে নির্মাণকৃত সেটটির ২য় ও ৩য় তলা মাছ-মাংস ও সবজি বিক্রয়ের জন্য খুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
জানা যায়, খাগড়াছড়ি জেলার গুইমারা বাজারের জেলা পরিষদের অর্থায়নে নির্মাণকৃত মাছ,মাংস ও সবজির সেটটির নিচতলা মাছ বিক্রয়ের কাজে ব্যবহৃত হয়ে আসলেও নির্মাণের পর থেকেই একটি দুষ্টচক্রের দাপটে বন্ধ ছিলো ২য় ও ৩য় তলা ভবন। ১২ সেপ্টেম্বর ২০২৪ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী অভিযান পরিচালনা করে উক্ত সেটটির ২য় ও ৩ তলা ভবন খুলে দিয়ে প্রতি শনিবার ফুটপাতে বিক্রয় কার্যক্রম বন্ধের নিদের্শনা প্রদান করেন। তারই পাশাপাশি উক্ত স্থানে প্রতি শনিবারে মাছ-মাংস ও সবজি বিক্রয়ের জন্য নিদের্শনা দিয়েছেন।
উল্লেখ্য, অবৈধ ফুটপাত দখলদার ও অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, গুইমারা বাজারের ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণকারীদের উচ্ছেদ করা হবে। যারাই অবৈধ ভাবে দখলদারিত্ব চালাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply