নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক নিরাপত্তা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৪) পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে জোনের মাল্টিপারপাস শেডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি, জোন এ্যাডজুটেস্ট ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, মানিকছড়ি থানার অফিসার ইনর্চাজ মো: ইকবাল উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, বিভিন্ন পূজা মন্ডপের পূজা পরিচালনাকারী সংগঠনের সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, গন্যমান্য ব্যক্তি, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ও উপস্থিতিদের আলোচনায় মানিকছড়ি, গুইমারা এলাকায় অবৈধ বাবে গাছ কর্তৃন ও পাচার, আসন্ন দূর্গা পূজা, গ্রাম/পাড়া নিরাপত্তা ব্যবস্থা, মাদকদ্রব্য চোরাচালান, উৎপাদন ও সরবরাহ, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা , বাজার শৃঙ্খলা, সরকারি সড়কের সুরক্ষার মতো বিষয় তুলে ধরেন আলোচকরা।
এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা, বাজার নিরাপত্তা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে কথা বলেন, পাশাপাশি যানবাহনের অধিক গতি, ওভারলোড ও সড়ক দুর্গটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, সন্ত্রাস নির্মূল, শিক্ষা ও চিকিৎসা সেবাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।
Leave a Reply