নুরুল আলম:: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নন-নার্স কর্মকর্তাদের অপসারণ করে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাঙামাটি সদর হাসপাতালের নার্সরা। বুধবার (১৮সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি নার্সিং ইন্সটিটিউট ব্যানারে সদর হাসপাতাল প্রাঙ্গনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদারিত্ব সুলভ আচরণ করেন। নার্সিং মহাপরিচালক নার্স ও নার্সিং পেশাক নিয়ে মারাত্বকভাবে হেয়-প্রতিপন্ন করেছেন। নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনো ভাবেই গ্রহণযোগ্য না, তাই অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই সমগ্র নার্সজাতির কাছে ক্ষমা চাইতে হবে।
তারা আরো বলেন, আগে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। অভিলম্বে মাকসুদা নুরকে মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়ন করার দাবি জানান তারা।
এতে রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিটু তালুকদার এর সঞ্চালনা রাঙামাটি নার্সিং ইনস্টাক্টর ইনচার্জ সিমা মন্ডল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র স্টাফ নার্স শুভরা রানী বডুয়া, পাবলিক হেলথ নার্স বিভামস্ত্রি দেওয়ান, নার্সিং শিক্ষার্থী সাজিদ আহমেদ, আব্দুল্লাহ তালুকদার, রিয়া দে, আনোয়ারা বেগমসহ রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক-শিক্ষার্থী, জেনারেল হাসপাতালে স্টাফ, স্টাফ নার্স, সুপারভাইজার ও ডিপিএইচএনবৃন্দরা।
Leave a Reply