নুরুল আলম :: হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ির গুইমারা। উপজাতী ছাত্র জনতার নামের একটি বেনারে একদল মহিলা ও যুবক গুইমারা উপজেলার রামছু বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে এলাকায় বিশৃংখলা সৃষ্টি করার চেষ্ঠা করে।
মিছিলটি রামসু বাজার থেকে গুইমারা বাজারে এসে সমাবেত হয় এবং বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে।খবর পেয়ে ২৪ আর্টিলারী ব্রিগেড ও সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
২০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় মিছিলটি বের হয়, এতে বক্তব্য রাখেন উপজাতি ছাত্র সংগঠন এর চিং চিং মারমা, মংফোই মারমা, অংপ্রু মারমা, মুক্তা ত্রিপুড়াসহ অনেকে।
উল্লেখ্য, খাগড়াছড়ি দীঘিনালার তুুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সংগাত সৃষ্টি করছে উপজাতিরা এবং তারা প্রতিবাদ সমাবেশ করে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।
এদিকে স্থানীয় প্রশাসন জনগনের উদ্দেশ্যে বলেন, উপজাতি ছাত্র জনতার উস্কানিতে পাহাড়ি-বাঙালি কেও কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানান।
Leave a Reply