গুইমারাতে এডিপির প্রকল্প, ৮ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে

Reporter Name

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)র বিশ লাখ টাকার প্রকল্পের কাজ শেষ পর্যায়ে।

জানা যায়, উনিশে মে ২৪ গুইমারা উপজেলার দুই ইউনিয়ন হাফছড়ি ও সিন্দুকছড়িতে আটটি কাজের বিপরিতে বিশ লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি পায় ঠিকাদার কবি রঞ্জন ত্রিপুড়া। যার টেন্ডার নং—৯৪৬৪৮০, কন্ট্রাক্ট নং—এডিপি/গুইমারা/২০২৪/০১। প্রকল্পগুলো, ছোটপিলাক বৌদ্ধ বিহারের পাবলিক টয়লেট নির্মাণ, অশোকারাম বৌদ্ধ বিহারের পাশে ধারকওয়াল নির্মাণ, রোয়াজাপাড়া হিরনজন ত্রিপুড়ার বাসা থেকে অগ্রসেন বাসা পর্যন্ত (হেরিং বোন বন্ড) এইচবিবিকরণ, শনখলাপাড়া অগ্রমৈত্রি বৌদ্ধ বিহারের সংস্কার, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ, উত্তর হাফছড়ি চিন্তাসুখ বৌদ্ধ বিহারের সংস্কার, বাজারপাড়া শ্নশানস্মৃতি সীমাঘরের নিচে ধারকওয়াল নির্মাণ, ধুরংপাড়া জাদি (বুদ্ধের অবশিষ্ঠাংশ দেহের অংশ) উন্নয়ন।

এ প্রকল্প নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ হলে গুইমারা উপজেলা র্নিবাহী কর্মকর্তার রাজীব চৌধুরী বিষয়টি তদন্ত করেন। তিনি বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ৮টি প্রকল্পের দুটি কাজ ছাড়া সবগুলো কাজ শেষ করা হয়েছে। আগস্টে ছাত্র জনতার গনঅন্দোলনে ক্ষমতার পালাবদল, বন্যা, অতিবৃষ্টি ও সীমানা জটিলতায় কাজে বাধা প্রদানের কারনে কাজ শেষ যায়নি। তিনি আরও জানান, প্রত্যেকটি প্রকল্প তিনি নিজে সরেজমিনে পরিদর্শন করেছেন। এখানে কোন অনিয়ম হয়নি। তিনি গনমাধ্যম প্রতিনিধিদের কাছে কাজের অগ্রগতির ছবি শেয়ার করেন।

গুইমারা উপজেলা প্রকৌশলী ভারপ্রাপ্ত মো: শাহজাহান জানান, কাজগুলো শেষ পর্যায়ে। আমরা শতভাগ কাজ সম্পন্ন করব। এই প্রকল্পে কোন অনিয়ম হয়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost
error: Content is protected !!