নুরুল আলম: পার্বত্যাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত রাখার লক্ষ্যে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টাদের নিদের্শনা মোতাবেক তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়নে শান্তি-সম্প্রীতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর ২০২৪) সকালে গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আরিফুল আমিন এর নেতৃত্বে গুইমারা উপজেলার তিনটি ইউনিয়ন হাফছড়ি, গুইমারা সদর ও সিন্দুকছড়ি ইউনিয়নে শান্তি-সম্প্রীতি বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন সকলের উদ্দেশ্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে কেউ গুজব ছড়াবেন না এবং এসবে কেউ কান দিবেন না। এছাড়াও আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুষ্কৃতিকারীদের রুখতে এবং আপনার এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরার্মশ প্রদান করেন।
Leave a Reply