নুরুল আলম:: অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী তিন দিন ২৪, ২৫, ২৬ সেপ্টেম্বর রাঙামাটির পর্যটন নগরী সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এমন সিন্ধান্তের কথা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এদিকে চারদিন ধরে সাজেকে আটকে পরা প্রায় দেড় হাজার পর্যটক আজ নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছেন।
সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, মঙ্গলবার সকালে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।
সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছে। সব গাড়ি নিরাপদে গন্তব্যে পৌঁছে গেছে। কোথাও কোনো সমস্যা হয়নি।
উল্লেখ্য,খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।
Leave a Reply