নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ।
বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪) বিকালে অনুষ্ঠিত বিএনপির আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি নবী হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আরমান হোসাইন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালু প্রমূখ।
অনুষ্ঠিত সাংগঠনিক সভায় উপজেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীরা বলেন, অতীত ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য সকলের ঐক্যবদ্ধতার বিকল্প কিছুই নেই। নিজেদের মধ্যে সমঝোতা এবং পারস্পারিক সৌহার্দপূর্ণতা বজায় রেখে আগামীর বাংলাদেশ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।
Leave a Reply