নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা গভ. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা দীপিন চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর গণি ওসমানি, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাসিক আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় গুইমারা থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিন জানায়, বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী সকলের সহযোগিতার মাধ্যমেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সম্ভব। কোথাও অনিয়ন দুর্ণীতি হতে দেখলে প্রশাসনকে জানানোর পরামর্শ প্রদান করেন। এছাড়াও সকলকে শান্তি-সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান।
সাধারণ সভায় উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী এলাকার সার্বিক পরিস্থিতি সংক্রান্ত বিষয় আলাপ-আলোচনা শেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানায়। এছাড়াও বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
Leave a Reply