নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা ছাত্রদলের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) বিকালে গুইমারা মডেল হাই স্কুলের অডিটরিয়াম ভবনে এ কর্মী সভার আয়োজন করা হয়।
গুইমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ পারভেজ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন।
কর্মীসভার উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ।
বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম প্রমূখ। এছাড়া সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন, গুইমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল-মামুন।
কর্মী সভায় অতিথিরা বলেন, গুইমারা উপজেলা একটি সাম্প্রদায়ীক সম্প্রীতিময় উপজেলা। এখানে সকলেই মিলেমিশে বসবাস করে। সকলের ঐক্যবদ্ধতার মাধ্যমেই সারাদেশের ন্যায় গুইমারাকেও উন্নয়নের রোল মডেলে নিয়ে যেতে হবে।
এজন্য সকলের সহযোগিতা কামনা করেন অতিথিরা। এছাড়াও দলীয় শৃঙ্খলা বৃদ্ধিসহ নানান বিষয়ে আলাপ-আলোচনা করেন।
Leave a Reply