নুরুল আলম:: ২৪ পদাতিক ডিভিশনের জি.ও.সি মেজর জেনারেল মো. মাইনুর রহমান বলেছেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয় আর সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে।
তিনি সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকা ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে ৫ শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা, ডেউটিন, সেলাই মেশিন, সার বীজ বিতরণসহ ৮শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ও লক্ষ্মছি জোন অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply