ছানোয়া হোসেন, মহালছড়ি থেকে:: মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দূর্গত ও ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় এবারের বন্যায় অনেক গ্রাম প্লাবিত হয় এবং পাহাড় ধ্বসে বিভিন্ন গ্রামের ঘর বাড়ি ভেঙ্গে যায়। এই প্রেক্ষাপটে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের এস.এস.সি ব্যাচের স্থানীয় ছাত্র-ছাত্রীদের এবং দেশের বিভিন্ন জায়গার চাকরীরত ও ব্যবসায়ী কর্মজীবি বন্ধুরা স্থানীয় সমন্বয়কদের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলাপ-আলোচনা করে তাদের নিজস্ব অর্থায়নে নগদ অর্থ সহায়তাদানে সিদ্ধান্ত গৃহীত হয়।
যে সমস্ত এলাকায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়: থলিপাড়া ,২৪ মাইল, থানার পাশে চট্টগ্রাম পাড়া, চৌংড়াছড়ি দক্ষিণ পাড়া, কাটিং টিলা, লেমুছড়ি ও চৌংড়াছড়ি মূখ। বন্যা দূর্গত ও ক্ষতিগ্রস্থরা নগদ অর্থ সহায়তা পেয়ে অত্যান্ত খুশি হয় এবং “৯৯” ব্যাচের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। “৯৯” ব্যাচের সমন্বয়ক ছানোয়ার হোসেন, শহিদুল ইসলাম বকুল, হ্লাচিং মং চৌধুরী, রানা বড়ুয়া বিভিন্ন এলাকায় গিয়ে বন্যা দূর্গত ও ক্ষতিগ্রস্থদের হাতে হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। প্রায় ৩০-৩৫ টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
Leave a Reply