আসন্ন দূর্গাপুজা উপলক্ষে বজ্রদীপ্ত-৩ সিন্দুকছড়ি জোন কতৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেন।

৮ অক্টোবর মঙ্গলবার পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।

এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, মানিকছড়ি উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন, (সিও) মোঃ কামরুল ইসলাম ১১ আনসার ব্যাটালিয়ন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ মিয়া, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাংবাদিক আবুল বাশার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেনসহ আরো অনেক শিক্ষক, হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গাপূজার সকল নিরাপত্তা ও মনিটরিং এর বিষয়ে আলোচনা, সড়ক দুর্ঘটনা, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুন গুম অপহরণ, বাজারে অনিয়ম সন্ত্রাস নির্মূল এবং বৌদ্ধবিক্ষু ও মন্দিরের নিরাপত্বায় প্রতিটি বৌদ্ব মন্দিরে একটিকরে স্থায়ি সেনাক্যাম্প নির্মাণ, শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost
error: Content is protected !!