খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Reporter Name

নুরুল আলম:: “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি পৌরসভায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর ২০২৪) সকালে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি এর সহযোগিতায় অনুষ্ঠিত স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, স্কুলের ছাত্র-ছাত্রী, পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পারভীন আক্তার খোন্দকার পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু মাত্র হাত ধোয়ার মাধ্যমে ৭৫% রোগ আমরা প্রতিরোধ করতে পারি।

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, শারিরিকভাবে সুস্থ থাকতে হলে আমাদের প্রতিবার খাবার গ্রহণের পূর্বে হাত ধুতে হবে। সাবান দিয়ে নূন্যতম ১০ সেকেন্ড হাত ধুতে হবে। করোনাকালিন সময়ে শারিরিক নিরাপত্তার ১ম শর্ত ছিল সাবান দিয়ে হাত ধোয়া। তাছাড়া তিনি বাচ্চাদের মধ্যে দুই স্কুলের ১০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বালতি, মগ, সাবান, লিকুইড হ্যান্ড ওয়াশ বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost
error: Content is protected !!