নুরুল আলম: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে গুইমারা উপজেলায় অসহায়, হতদরিদ্র দিনমজুর ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারী ২০২৪) সকালে গুইমারা গভ. মডেল হাই স্কুল মাঠে খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট সোসাইটি এর আয়োজনে ও গুইমারা উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুুরা। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ ও প্রশান্ত কুমার ত্রিপুরা।
এছাড়া অন্যান্যদের মধ্যে গুইমারা গভ. মডেল হইস্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন, খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সদস্য ও গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, রেডক্রিসেন্ট সোসাইটি, গুইমারা উপজেলা শাখার প্রতিনিধি মীর বাবলুসহ বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি ও বিভিন্নস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় গুইমারা উপজেলা ১৭০ জন হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
Leave a Reply